সাকিবই অধিনায়ক, আর কিছু ভাবছে না বিসিবি

সাকিবই অধিনায়ক, আর কিছু ভাবছে না বিসিবি

কোনো গুঞ্জন আর দ্বিধাদ্বন্দ্ব নয়। সাকিব ই থাকছেন তিন ফরম্যাটের ক্যাপ্টেনের দায়িত্বে। যদিও সাকিব বলেছিলেন বিশ্বকাপই ওয়ানডে অধিনায়ক হিসেবে তার শেষ এসাইনমেন্ট। তবে বিসিবি বলছে ভিন্ন কথা। গণমাধ্যমে জানালেও সাকিব এমন কিছু জানননি বিসিবিকে৷ 

মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সাকিব এখনো আমাদের ক্যাপ্টেন, শান্ত শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য ক্যাপ্টেন। সাকিবকে আমরা লং টার্মের জন্য ক্যাপ্টেন্সি দিয়েছি। তিন ফরম্যাটেই সাকিব এখন ক্যাপ্টেন।’

একদিন আগেই আমেরিকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেছিলেন আগামী বছর তিনি দেশের বাইরের লিগ গুলোতে নাম জমা দেবেন না। জাতীয় দলের  ক্রিকেটে আরো বেশি মনোযোগী হওয়া নিয়ে সেখানে সাকিব বলেন, ‘আইপিএলে নামও দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি বলেছি নামটা সরিয়ে নিতে। পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে ফ্র্যাঞ্চাইজি যে  টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব।’

সাকিবের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট খেলা কমিয়ে দেশের ক্রিকেট বেশি ফোকাস করা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই এটা আনন্দের ব্যাপার যে এখন সাকিব দেশের ক্রিকেটে বেশি ফোকাস করবে।’

আপাতত ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান বাম হাতের তর্জনিতে। এরপর মিস করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে শেষ ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। মিস করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও।

সম্পর্কিত খবর