তিন দফা আইপিএল মিস, আক্ষেপে পুড়ছেন তাসকিন

তিন দফা আইপিএল মিস, আক্ষেপে পুড়ছেন তাসকিন

২০২২-এ আইপিএল চলাকালীন হুট করেই তাসকিন আহমেদকে তলব করে আইপিএলের দল লক্ষ্মৌ সুপার জায়ান্ট। কিন্তু ন্যাশনাল ডিউটির কারণে সেবার তাসকিনের স্বপ্ন ভঙ্গ হয়েছিলো। জাতীয় দলের জন্য ফিট রাখতে অনাপত্তিপত্র দেওয়া হয়নি এই পেসারকে। যদিও পরে দেওয়া হয়েছিলো আর্থিক ক্ষতিপূরণ।

এবারও জাতীয় দলকে প্রায়োরিটি লিস্টের প্রথমে রেখে বিসিবি থেকে বিসিসিআইকে জানানো হয়, ন্যাশনাল ডিউটির কারণে তাসকিন এবং শরিফুল আনএভেইলেবল। তাসকিনের এই নিয়ে তিনবার। ক্রিকেটের সবচাইতে বড় আসর থেকে অফার পেয়েও খেলতে না পারার আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। এবার তাসকিনের কণ্ঠেও আক্ষেপের সুর।

‘আসলে এ নিয়ে আইপিএলে তিনবার সুযোগ এলো, এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল নয়, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে।’

গেলো বছর জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছিলেন তাসকিন। নামের প্রতি সুবিচারও করেছিলেন। তবুও বাইরের লিগ গুলোতে তাকে অনাপত্তি দেওয়ার বাস্তবতা বুঝেন তাসকিন নিজেও।

‘বোর্ড বিভিন্ন কারণে ছাড়পত্র দিতে চায় না। জাতীয় দলের খেলাও থাকে, হেলথ ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

কাঁধের চোটে মাঠের বাইরে সময় কাটছে তাসকিন আহমেদের। মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজ। তবে শুরু করেছেন ফেরার প্রস্তুতি। নিজেকে প্রস্তুত করছেন আসন্ন বিপিএলের জন্য।

সম্পর্কিত খবর