টেস্টে আফ্রিদির না খেলার নিন্দা করলেন ওয়াসিম এবং ওয়াকার
শাহিন শাহ আফ্রিদিকে সিডনির তৃতীয় টেস্ট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস।
ওয়াসিম দাবি করেছেন যে, এই সিদ্ধান্তের সাথে ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। এটি শাহিনের সিদ্ধান্ত। খেলোয়াড়দের আরও সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোন ফর্ম্যাটকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তটি নেওয়ার সময় তাদের আরও ভাবতে হবে।
ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, 'এই সিরিজের পর নিউজিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ আছে এবং শাহিনই অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে কে মাথা ঘামায়? আমি বুঝতে পারি, এটি বিনোদনের জন্য এবং এটি খেলোয়াড়দের জন্য আর্থিক লাভবান। তবে ক্রিকেটারদের জানা উচিত যে টেস্ট ক্রিকেটই মূল।‘
আফ্রিদির অনুপস্থিতি বেশ 'হাসিয়েছে' বলে জানান পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস। তিনি বলেন, ‘এটা আমার জন্য সত্যিই বিস্ময়কর কারণ আমি আশা করেছিলাম যে সে এই টেস্ট ম্যাচের অংশ হবে। কারণ আগের ম্যাচে সে খুব ভাল ছিল। তার বল সুইং করতে শুরু করেছিল এবং গতি আরও ভাল হচ্ছিল।‘
সাদা বলের ক্রিকেটে আরও বেশি দায়িত্ব নেওয়ার কারণে দীর্ঘ সময় ধরে তার কাজের চাপও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে ওয়াসিম ও ওয়াকার। তৃতীয় টেস্ট শেষ হওয়ার পাঁচ দিন পর নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বও পালন করবেন শাহিন আফ্রিদি।