অনন্য কুমিল্লার সামনে দুই রেকর্ড

অনন্য কুমিল্লার সামনে দুই রেকর্ড

বিপিএলের শুরুর দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না দৃশ্যপটে। তৃতীয় আসর থেকে দলটার পথচলার শুরু। তবে একটু পরে এসে যাত্রা শুরু করেও বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলটা কুমিল্লা। শিরোপা জিতেছে এখন পর্যন্ত চার বার।

কুমিল্লার জার্সিতে শোভা পাচ্ছে চারটি তারকা। প্রতিটি তারকা নির্দেশ করছে তাদের এক একটি শিরোপাজয়কে। বিষয়টা ব্যতিক্রম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আর কোনো দলই এই রীতি মানে না। অবশ্য কুমিল্লা বাদে বিপিএলে সাবেক শিরোপাজয়ী দল এখনও এক নামে খেলে যাচ্ছেই মোটে একটা, রংপুর রাইডার্স। বাকি সব হয় নাম বদলে খেলছে, নাহয় বিলুপ্তই হয়ে গেছে। কুমিল্লা এদিক থেকেও ব্যতিক্রম, একাধিক শিরোপা জিতেছে, এখনও সেই একই নামে খেলে যাচ্ছে, এমন দলও তারাই। এ দিক থেকে কুমিল্লাকে অনন্যই বলা চলে।

সেই দলটার মুকুটে আজ যোগ হয়ে যেতে পারে আরও একটি পালক। প্রথম দল হিসেবে বিপিএলের পঞ্চম শিরোপাটা আজই হাতে লেগে যেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। 

আরও একটা রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছে তাদের। এখন পর্যন্ত বিপিএলের ৯টি আসরে কুমিল্লা বাদে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর ডাইনামাইটস, রংপুর রাইডার্স, ও রাজশাহী কিংস। এদের মধ্যে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে কেবল ঢাকারই। তবে তারা টানা তিন শিরোপা জিততে পারেনি কখনোই। 

কুমিল্লা ২০২২ সালে তাদের তৃতীয় শিরোপাটা জিতেছিল, গেল বছর চতুর্থটা। আজ ফাইনালে শেষ হাসিটা লিটন দাস হাসলে রেকর্ডটা গড়া হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিটির। প্রথম দল হিসেবে টানা তিন বিপিএল জেতার কীর্তি গড়ে ফেলবেন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা।

সেজন্যে অবশ্য আজকের ম্যাচটা জেতা চাই তাদের। সেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স করে দেখাতে পারবে কি না, সে প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।

সম্পর্কিত খবর