ব্রাসেলসে বন্দুকধারীর হামলা, পরিত্যক্ত বেলজিয়াম-সুইডেন ম্যাচ

ব্রাসেলসে বন্দুকধারীর হামলা, পরিত্যক্ত বেলজিয়াম-সুইডেন ম্যাচ

ইউরো বাছাইপর্বের ম্যাচে ব্রাসেলসের কিং বাদয়োইন স্টেডিয়ামে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম-সুইডেন। প্রথমার্ধ শেষে ১-১ সমতায় ছিল দু’দল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিরতির সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জানানো হয়। ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দু’জন।

এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলা দেখতে গ্যালারিতে আসা ৩৫ হাজার সমর্থকদের মধ্যে। তবে তাদের আতঙ্কিত না হয়ে স্টেডিয়ামেই থাকতে বলা হয়। পরে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে স্টেডিয়াম ছেড়ে বের হন দর্শকরা।

এই হামলাকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। হামলাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। তবে দেশটির সংবাদমাধ্যমের দাবি নিহত ওই দু’জন সুইডিশ নাগরিক। তাদের গায়ে দেশটির জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

নৃশংস এই হামলার পর সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে বলা হয়, ‘ব্রাসেলসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা রইল।’ বেলজিয়াম ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন।

ইউরো বাছাইয়ের গ্রুপ এফ থেকে আগেই বেলজিয়াম ও অস্ট্রেলিয়া মূলপর্ব নিশ্চিত করে ফেলায় ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তাই ম্যাচটি পুনরায় মাঠে গড়ানোর কোনো কারণ নেই।

সম্পর্কিত খবর