সিরিজের সব ম্যাচ হেরে নাহিদা বললেন, আমরা শিখছি

সিরিজের সব ম্যাচ হেরে নাহিদা বললেন, আমরা শিখছি

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসর সামনে রেখেই বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। দুই সিরিজেই হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশকে। ঘরের মাটিতে অজিদের বিপক্ষে ৬ ম্যাচের কোনোটিতেই পাত্তা পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে এসে দলের তারকা স্পিনার নাহিদা আক্তার জানালেন, তারা শিখছেন।

অস্ট্রেলিয়ার পর এবার ভারতও বাংলাদেশ সফরে আসছে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে। যেই সিরিজের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। আর সেই সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করে দেখাতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর সংবাদ সম্মেলনে এমন কথায় শুনিয়ে গেছেন নাহিদা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার কারণ জানাতে গিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সকে সামনে এনে নাহিদা বলেন, ‘আমরা ওয়ানডেতে ভালো খেলতে পারিনি। চেষ্টা ছিল টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলার। এমনিতে যদি বলি, ওয়ানডে একটা ও টি-টোয়েন্টির প্রথম ইনিংসে জ্যোতি আপু একটা ভালো ইনিংস খেলেছে। সেদিক দিয়ে চিন্তা করলে এটা জ্যোতি আপুর জন্য একটা ভালো অর্জন। বোলাররাও ভালো বল করেছে। তবে যদি আরেকটু ভালো বল করা যেত, তবে হয়তো সিনারিওটা ভিন্ন কিছুও হতে পারত।’

চলতি মাসেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি আগামী ২৮ এপ্রিল। আর সেই সিরিজেই অজিদের বিপক্ষে করা ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এ নিয়ে নাহিদা বলেন, ‘দেখেন টি-টোয়েন্টিতে কিন্তু সামনেও আমাদের সিরিজ আছে। ভারতের বিপক্ষে ম্যাচ আছে। আমরা ৫টা ম্যাচ খেলবে। আমরা চেষ্টা করবো এখানে যেই ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করা। আশা করছি পরবর্তী সিরিজেই আমরা ভালো করব।’

মেয়েদের ক্রিকেটে বেশ শক্তিশালী অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ৭ বার ও টি-টোয়েন্টিতে ৬ বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে খেলাটাকে তাই শিক্ষা হিসেবেই নিয়েছে বাংলাদেশ। নাহিদা বলেন, ‘তারা অনেক অভিজ্ঞ দল। অনেকবার বিশ্বকাপ জিতেছে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটাররা ছিল। তাদের কাছে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। আর এই শিক্ষাটা পরবর্তী সিরিজে কাজে লাগতে পারে।’

নাহিদা আরও বলেন, ‘ওরা অনেক অভিজ্ঞ ক্রিকেটার। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আমরা চেষ্টা করেছি ওদের বিপক্ষে কিভাবে ভালো বল ও ব্যাট করা যায়। আমাদের যেই ভুলগুলো হয়েছে... আসলে আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এই সিরিজে আমাদের যেই ভুলগুলো হয়েছে আমরা চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটাররা ছিল। তাদের কাছে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। আর এই শিক্ষাটা পরবর্তী সিরিজে কাজে লাগতে পারে।’

সম্পর্কিত খবর