ম্যাচ জিতেও জরিমানা গুনতে হল হার্দিককে

  • নিউজরুম এডিটর
  • ০২:০৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২৪

আগের ৬ ম্যাচের ৪টিতেই হার। এ ম্যাচ হারলে আইপিএলের প্লে অফের রেস থেকে এক রকম ছিটকেই যেতে হবে আসরের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। ১৯৩ রানের টার্গেট ছুড়লেও হারের সেই শঙ্কা জাগিয়ে তুলেছিল পাঞ্জাব কিংসের অশুতোষ শর্মা। তাকে আটকে ম্যাচ জেতাতেই তাই বেশি মনোযোগ ছিল মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। আর সেটি করতে গিয়েই স্লো ওভার রেটে ফেঁসে গেছেন পান্ডিয়া। এখন গুনতে হচ্ছে মোটা অংকের জরিমানাও।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ শেষে হার্দিককে জরিমানা করে একটি বিবৃতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে হার্দিকের জরিমানার পরিমাণ বলা হয়েছে ১২ লাখ রুপি।

হার্দিককে শাস্তি দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের স্লো ওভারে রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। হার্দিকের দল প্রথমবার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বোলিং করলে জরিমানা করা হয়। সেই নিয়মে মুম্বাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

অবশ্য জরিমানা গুনতে হলেও সেটা খুব বেশি দুঃখ দেওয়ার কথা নয় হার্দিককে। কেননা, অশুতোষের ২৮ বলে ৬১ রানের ঝড়ের পরও শেষ পর্যন্ত যে ম্যাচটা জিতেছে তার দলই। ৯ রানে হারিয়ে দিয়েছে পাঞ্জাবকে। আর তাতেই যে প্লে অফের দৌড়ে খানিকটা এগিয়ে গেছে তার দল।

খেলার দুনিয়া | ফলো করুন :