‘আমার ভাইকে খেলতে দাও’, মুস্তাফিজকে নিয়ে আকাশ চোপড়া

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:২৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৪

মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। পার্পল ক্যাপের দৌড়েও আছেন তিনি। তবে বিসিবির এনওসি আগামী ১ মে শেষ হয়ে যাচ্ছে বলে আইপিএলের শেষ অংশটায় খেলতে পারবেন না তিনি। বিসিবির এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। 

আইপিএলের মাঝপথে মুস্তাফিজের দেশে ফিরে আসার বিষয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে রীতিমতো। বিসিবি পরিচালক আকরাম খান বলেছিলেন জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএলই ভালো হতো মুস্তাফিজের। 

এরপর বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, আইপিএল থেকে মুস্তাফিজের আর কিছু শেখার নেই, বরং মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারবেন আইপিএলের তরুণরা। এর আগে পরে এই ইস্যুতে কথা বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর খালেদ মাহমুদ সুজনও। 

এবার এই ইস্যুতে মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমান চলে যাচ্ছে। সে চেন্নাইয়ের হয়ে (পুরো মৌসুম) খেলতে পারবে না। শুধু আর কয়েকদিনের জন্য আছে। বাংলাদেশ কে এমন করছে? তাকে খেলতে দাও। আমার ভাইকে খেলতে দাও! সে চলে গেলে চেন্নাইয়ের ক্ষতি হবে।’

এমন কিছু নতুন নয়, আকাশ চোপড়া এরপর যোগ করেন, ‘বাংলাদেশ বলছে এখানে মুস্তাফিজের কোনো উপকার হবে না। এখানে খেললে ওয়ার্কলোড ম্যানেজ করা হবে না। তাই তারা মুস্তাফিজকে ফেরত চায়। বাংলাদেশ এমন অনেক বারই করেছে। আমি বলছি, এমন কোরো না বাংলাদেশ!’

খেলার দুনিয়া | ফলো করুন :