এবার পূর্ণ মেয়াদে বিসিবির পারফর্ম্যান্স অ্যানালিস্ট মহসিন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৪ পিএম | ২২ এপ্রিল, ২০২৪

মহসিন শেখ বাংলাদেশ ক্রিকেটে নতুন কোনো নাম নয়। গেল বছর নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে তা ছিল স্বল্প মেয়াদে। এবার দীর্ঘ মেয়াদে নিয়োগ পেলেন তিনি। ভূমিকা ওই একই, পারফর্ম্যান্স অ্যানালিস্ট। আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত এই পদে নিয়োগ পেলেন তিনি। 

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক মহসিন শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৩ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

এর আগেও তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। গেল বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন। এছাড়াও তার অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। এর আগে আফগানিস্তান, পাকিস্তান আর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গেও তিনি কাজ করেছেন।

এখানেই শেষ নয়। বিশ্বজুড়ে বিভিন্ন শীর্ষ টি-টোয়েন্টি লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। মহসিন এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো বটেই, পাকিস্তান সুপার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে কাজ করেছেন।

খেলার দুনিয়া | ফলো করুন :