সেই ওপেনারদের দিকেই আঙুল শান্তর

সেই ওপেনারদের দিকেই আঙুল শান্তর

আগের তিন ম্যাচের মতো এ ম্যাচে অবশ্য হতাশ করেনি বাংলাদেশের ওপেনিং জুটি। লিটন-তানজিদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৬৩ রান জমা করে বাংলাদেশ। দু’জনের জুটি ভাঙে ৫১ রানে তানজিদ ফিরলে, দলীয় রান তখন ৯৩। এরপর ফিফটি তুলেছেন লিটন দাসও। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থেমেছে ২৫৬ রানে। ফল পুনের ব্যাটিং স্বর্গে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে জয় তুলেছে ভারত।

চতুর্থ ম্যাচে ওপেনিং থেকে রান পেলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত অবশ্য বাহবা দেননি তানজিদ-লিটনকে। মিডল অর্ডার ও বোলারদের ব্যর্থতা নয় তিনি বরং আঙুল তুলেছেন তাদের দিকেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ ও লিটনের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমরা যে জায়গায় খুব ভুগছিলাম, সেই টপ অর্ডারে ভালো হয়েছে। ওপেনাররা ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুজন ব্যাটসম্যান থিতু ছিল, তাদের ইনিংস আরও লম্বা করা উচিত ছিল। উইকেট এমন ছিল, এক-দুইজন ব্যাটসম্যান যদি ১২০-১৩০ রানের ইনিংস খেলত, তাহলে শেষের দিকের ব্যাটসম্যানের জন্য কাজটা আরও সহজ হতো।’

আড়াই’শ পেরনো টার্গেট ছুড়েও ভীতি ছাড়ানো বোলিং করতে পারেনি বাংলাদেশ। চেপে ধরতে পারেনি ভারতকে। এই হারে বোলারদেরও দায় দেখেন কি-না এমন প্রশ্নে শান্ত বলেন, ‘বোলারদের খুব একটা দোষ দেখি না। আমি মনে করি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু রান বোর্ডে দিতে পারতাম, তাহলে আরেকটু সহজ হতো।’

সম্পর্কিত খবর