দাবদাহের ছাপ পড়ছে খেলার মাঠেও

দাবদাহের ছাপ পড়ছে খেলার মাঠেও

 

গোটা দেশ পুড়ে যাচ্ছে তীব্র দাবদাহে। এর প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে কম-বেশি। তাও একটি খেলায় নয়; ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স… মোটামুটি সব ডিসিপ্লিনেই ছাপটা পড়ছে।

শুরুটা হয়েছিল নারী ফুটবল লিগ দিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন গত ২৭ এপ্রিল উইমেন্স ফুটবল লিগ উদ্বোধন করতে ঘর থেকে বেরিয়েই সিদ্ধান্ত নেন সূচি বদলের। অর্থসঙ্কটের কারনে ফ্লাডলাইটের ব্যবহার করা যাবে না, এই যুক্তিতে নারী ফুটবল লিগের সব ম্যাচ দিনের আলোয় রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাফুফের নারী উইং। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করে সিদ্ধান্তটা বদলে ম্যাচের সময় নিয়ে যান পড়ন্ত বিকেলে আর সন্ধ্যায়। এরপর থেকে এই সময়েই চলছে নারী ফুটবল লিগের ম্যাচ। 

এদিকে ক্রিকেটে বিসিবির সবচেয়ে বড় আয়োজন জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় পর্যায় মাঠে গড়িয়েছে এই সপ্তাহে। তবে তার দুই দিন না পেরোতেই তীব্র দাবদাহের প্রভাব পড়েছে এখানে। চলমান গরমের কথা মাথায় রেখে ওয়ানডে ফরম্যাটের এই আসরটাকে টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। এখানেই শেষ নয়। ৪০ মিনিট পরপর কুলিং ব্রেকের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত গত সোমবার থেকেই কার্যকর করা হয়েছে।

এদিকে ৩-৫ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স মাঠে গড়ানোর কথা। তবে চলমান দাবদাহে অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতাটি স্থগিত করতে বাধ্য হয়েছে। স্থগিত হয়ে গেলেও নতুন সূচি এখনও জানায়নি অ্যাথলেটিক্স ফেডারেশন।

তীব্র দাবদাহেও অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে বহাল তবিয়তেই। দারুণ গরমেও সূচি বিভ্রাট এড়াতে যথা সময়েই চলছে দুটি লিগ।

সম্পর্কিত খবর