রেকর্ড গড়ে ওয়ার্নার-মার্শের সেঞ্চুরি
ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, পাকিস্তান যেন কথাটা আজ আরও একবার বুঝছে ভালোভাবেই! ডেভিড ওয়ার্নার তখন ১১ রানে, শাহিন শাহ আফ্রিদি ক্যাচ তুলে দিয়েছিলেন মিড অনে, সেটা উসামা মির তালুবন্দি করতে পারলেই এতকিছু হয় না। সেটা উসামা করে দেখাতে পারেননি শেষমেশ।
পাকিস্তানও তাঁর মাসুল গুণেছে, হজম করেছে জোড়া সেঞ্চুরি। ওয়ার্নার আর মার্শ করেছেন সেঞ্চুরি, তার আগে গড়ে ফেলেছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটিও।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ওপেনিং জুটিটা ছিল ১৮৩ রানের। ১২ বছর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ডটা গড়েছিলেন শেন ওয়াটসন আর ব্র্যাড হাডিন। এক যুগ পর সেই চিন্নাস্বামীতেই রেকর্ডটা ভাঙলেন মার্শ আর ওয়ার্নার মিলে।
শুরুর পাঁচ ওভারে বেশ সতর্ক ছিলেন দুজনে। তুলেছিলেন ২৭ রান। এরই মধ্যে ওয়ার্নার পেয়ে যান জীবনটা।
এরপর সময় যত গড়িয়েছে, ওই মিস করা ক্যাচের আফসোসটা পাল্লা দিয়ে বেড়েছে পাকিস্তানের। ওয়ার্নার আর মার্শ দুজনেই যে এরপর তাণ্ডব চালিয়েছেন শাহিন আফ্রিদিদের ওপর।
ভেঙে ফেলেছেন বিশ্বকাপে ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড। এখন এগোচ্ছেন বিশ্বকাপের রেকর্ডের দিকে। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ওয়ার্নার ১২৩ আর মার্শ অপরাজিত আছেন ১১৫ রানে। দুজন তুলে নিয়েছেন ২৫১ রান।