রোহিতের পিঠের চোট ভোগাতে পারে ভারতকে
শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে ২৪ রানের পরাজয় হজম করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের পর আইপিএলের চলতি আসরে প্লে-অফে খেলার সম্ভাবনা প্রায় শেষ তাদের, পয়েন্ট তালিকার নবম স্থানে আছে হার্দিকের দল।
গতরাতের এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় একাদশে ছিলেন না দলের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ব্যাটার রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পরে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতেও এদিন ছিলেন নিষ্প্রভ, ১২ বলে মাত্র ১১ রান করে সাজঘরে ফেরত গেছেন তিনি।
ব্যাট হাতে রোহিতের অবস্থা ছিল বেশ নড়বড়ে, যা দর্শক ও সমর্থকদের চোখও এড়ায়নি। এমনি এই ম্যাচে তার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামার মূল কারণটা হচ্ছে চোট। এ বিষয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন মুম্বাইয়ের স্পিনার পীযুষ চাওলা।
চাওলা বলেন, ‘তার (রোহিত) পিঠে কিছুটা সমস্যা আছে। তাই সতর্কতা হিসেবে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছে সে।‘
আসন্ন টি-টোয়েন্টির বিশ্বকাপে ভারত দলকে নেতৃত্বই দিবেন রোহিত। স্কোয়াডে তার গুরুত্ব সবারই জানা। ওপেনিংয়ে ‘হিটম্যান’-এর তাণ্ডবের ওপরই অনেকটা নির্ভর করে ভারতের রানের গতি। তার এই পিঠের সমস্যা যদি বিশ্বকাপ শুরুর আগে না সেরে ওঠে তাহলে বড় মঞ্চে ভারতকে দুর্ভোগ পোহাতে হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সমর্থকরা।