অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপ মোহামেডান

অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী, রানার্সআপ মোহামেডান

ডিপিএলের শিরোপা আগেই চূড়ান্ত করে ফেলেছিল আবাহনী লিমিটেড। শেষটাই লক্ষ্য ছিল অপরাজিত থাকা। সেটি তারা করে দেখিয়েছে। দারুণ জয়ে অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করেছে। অন্যদিকে শেষ ম্যাচে জয় তুলে ডিপিএলের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এই রানার্সআপ হয়েছে দলটি ১৫ বছর পর।

মিরপুরে আবাহনীর বিপক্ষে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৩৪ রান জমা করে শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান আসে অমিত হাসানের ব্যাট থেকে। আবাহনী বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন রকিবুল হাসান।

লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর শুরুটা ভালো না হলেও দলকে বিপদে পড়তে দেননি এনামুল হক বিজয়। ১২০ বলে ১১০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তার অনবদ্য সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় তুলেছে আবাহনী। লিগ শেষ করেছে অপরাজিত থেকে।

সাবারের বিকেএসপিতে নিজেদের শেষ ম্যাচ জয় পেয়েছে মোহামেডান। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপকে ৫৩ রানে হারিয়ে রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে দলটি। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলার পর বল হাতে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন মিরাজ। তার দিনে ১৭৬ রান তাড়া করতে নেমে ১২৩ রানে গুটিয়ে গেছে গাজী গ্রুপ।

সম্পর্কিত খবর