আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। আজ জিতলে নিশ্চিত হবে সিরিজ। অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্যটা সিরিজে ঘুরে দাঁড়ানোর। এমন ম্যাচে টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে। এই সিরিজে এই প্রথম শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। একাদশেও এনেছে বদল। প্রথম দুই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শেখ মাহেদী। তাদের জায়গায় দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

সিরিজে ঘুরে দাঁড়াতে জিম্বাবুয়েও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। রিচার্ড এনগারাভা ও আইন্সলে এনডলোভুর জায়গায় ফেরানো হয়েছে ওয়েলিংটন মাসাকাদজা, ফারাজ আকরামকে।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে বৃষ্টির বাধা ছিল। তবে তাতে ম্যাচের পরিধি কমেনি। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেই বৃষ্টি নামে কিনা; বা নামলেও কতটুকু সেটা এখন দেখার।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্ডে, জন জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, জন জংওয়ের মতো, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানী।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), তানজিম হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম।

সম্পর্কিত খবর