ইংল্যান্ড-দ. আফ্রিকার সুপার এইটের ম্যাচে আম্পায়ার সৈকত

ইংল্যান্ড-দ. আফ্রিকার সুপার এইটের ম্যাচে আম্পায়ার সৈকত

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর বেশ কিছু ম্যাচেও আম্পায়ার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন সৈকত। এবার তার ওপর ভরসা রাখা হয়েছে সুপার এইটের হাই ভোল্টেজ ম্যাচ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। আগামী ২১ জুন হতে চলা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সুপার এইটের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে আইসিসি।

আগামীকাল থেকে শুরু হচ্ছে সুপার এইটের ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও এবারের বিশ্বকাপের বিস্ময় যুক্তরাষ্ট্র। সেই ম্যাচটি পরিচালনা করবেন রঞ্জন মাদুগালে। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফানি এবং রিচার্ড কেটলবরো। এর বাইরে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে ল্যাংটন রুসেরেকে।

সৈকতকে অবশ্য অনফিল্ড আম্পায়ার হিসেবে সুপার এইটের একটি ম্যাচেই রেখেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে ম্যাচ পরিচালক জেফ ক্রোর অধীনে অনফিল্ড আম্পায়ার হিসেবে ক্রিস ব্রাউনের সঙ্গে জুটি গড়বেন তিনি। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে রাখা হয়েছে জোয়েল উইলসনকে। এর বাইরে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি।

সৈকত অবশ্য এই ম্যাচের বাইরেও দুটি ম্যাচে থাকবেন। আগামী ১৯ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। এরপর আগামী ২৩ জুন ওয়েস্ট-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৪র্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত।

সম্পর্কিত খবর