বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান সাবেক পাক অধিনায়ক

বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান সাবেক পাক অধিনায়ক

বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে বাংলাদেশ চলে এসেছে সুপার এইটে। প্রশংসাও মিলছে তাই বেশ করে। বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করলেন এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মোহাম্মদ হাফিজ। জানালেন, বাংলাদেশকে তিনি দেখছেন সেমিফাইনালেও।

শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইন। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে গিয়েছিল দলটা। শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়ে অবশ্য ঠিকই চলে এসেছে সুপার এইটে। 

দলের এমন পারফর্ম্যান্সের পিটিভি স্পোর্টসের অনুষ্ঠান ‘গেম অন হ্যাঁয়’ তে হাফিজ জানালেন দলের সাফল্যের রহস্য। তার অভিমত দলের দেহভাষ্যেই পরিবর্তনটা চোখে পড়ছিল। বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের সঙ্গে পার্থক্যটা তাই আকাশ আর পাতালের।

তিনি বলেন, ‘আমরা জানতাম তারা সেটা করতে পারবে। যদি আপনি তাদের যাত্রাটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন, তারা প্রত্যাশা মেটাতে পারেনি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তারা শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তারা খেলাটার প্রতি সঠিক দেহভাষ্য আর চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি বটে। কিন্তু সে ম্যাচে বাংলাদেশের লড়াইটা চোখে লেগে আছে ‘দ্য প্রফেসরের’। তার ভাষ্য, ‘সে ম্যাচটা প্রতিযোগিতায় বাংলাদেশকে দারুণ আত্মবিশ্বাস এনে দিয়েছে।’

হাফিজের বাজি এবার বাংলাদেশকে নিয়ে। তার কথা, ‘আমি আশা করছি বাংলাদেশ ভালো করবে। এশিয়ান জায়ান্ট পাকিস্তান আর শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে প্রতিযোগিতা থেকে। ব্যক্তিগতভাবে আমি চাই তারা ভালো করুক। সেমিফাইনালে পৌঁছে যাক।’

সম্পর্কিত খবর