বিসিবি ডিরেক্টর আলমগীর মারা গেছেন

বিসিবি ডিরেক্টর আলমগীর মারা গেছেন

গতকাল মারা গেছেন বিসিবির অন্যতম খ্যাতনামা কোচ জাফরুল এহসান। সেই শোক কাটিয়ে উঠার আগেই এবার ফের শোকের ছায়া নামল বিসিবিতে। বুধবার সকালে মারা গেছেন বিসিবির ডিরেক্টর আলমগীর খান আলো। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার সকালে রাজধানী ঢাকার বনানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলমগীর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা দুপুর তিন টায় বারিধারা ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে।

এরপর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বরিশালে তার নিজ গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে শেষবারের মতো শায়িত করা হবে।

সম্পর্কিত খবর