সুপার এইটের আগে সুখবর পেলেন সাকিব
ক্রিকেটে সময়টা ভালো কাটছিল না সাকিব আল হাসনের। যার প্রভাব পড়েছিল তার অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও। এক ধাক্কায় টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারিয়ে ৫ নম্বরে নেমে গিয়েছিলেন তিনি। তবে এবার সুপার এইটের আগে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন সাকিব।
আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্স প্রভাব পড়েছে সাকিবের র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়েছেন তিনি। ৫ নম্বর থেকে এগিয়ে অলরাউন্ডার রাঙ্কিংয়ের ৩ নম্বরে অবস্থান করছেন সাকিব।
অবশ্য র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। এক সপ্তাহের ব্যবধানে শীর্ষস্থান খুইয়ে ৪ নম্বরে নেমে গেছেন তিনি। তার জায়গা নিয়েছে অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
শীর্ষে থাকা স্টয়নিসের রেটিং ২৩১। অন্যদিকে সাকিবের রেটিং ২১৮। নিজের খেলা সবশেষ দুই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। পরের ম্যাচে ব্যাট হাতে ১৭ রান করেন সাকিব। এরপর বোলিংয়ে ৯ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এমন পারফরম্যান্সের পুরষ্কারটাও সাকিব পেলেন হাতেনাতে। এক সপ্তাহের ব্যবধানে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।
সাকিবের ওপরই সুপার এইটে দারুণ কিছু প্রত্যাশা করছে বাংলাদেশ দল। কেননা, সবশেষ দুই ম্যাচে দারুণ ছন্দে ক্রিকেট খেলেছেন তিনি। সুপার এইটে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সাকিবের হাত ধরে টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়ে যেতে পারে বাংলাদেশ দল। তাতে করে সাকিব নিজেও ফিরে পেতে পারেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা।