যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের চ্যালেঞ্জ প্রোটিয়াদের
সুপার এইটের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা অবশ্য আজ রানের পাহাড়ই দাঁড় করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। ৪ উইকেটে তুলেছে ১৯৪ রান। তাতে যুক্তরাষ্ট্রের সামনে চ্যালেঞ্জটা দাঁড়াল ১৯৫ রানের।
অ্যান্টিগার ভিভ রিচার্ডস সডেডিয়ামে আজ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্স। শুরুটা প্রোটিয়াদের ভালো হয়নি। ১১ বলে ১১ রান করে আউট হন রিজা হেনড্রিকস।
তবে এরপরই রুদ্ররূপ ধারণ করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে আক্রমণে যান কুইন্টন ডি কক। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১১০ রান। এরপর আবার জোড়া ধাক্কা খায় প্রোটিয়ারা। দলীয় ১২৬ রানে ডি কক ফেরেন ৪০ বলে ৭৪ রানে। একটু পর ডেভিড মিলারও ফেরেন রানের খাতা খোলার আগেই।
১৪১ রানের মাথায় মার্করামকেও হারায় দলটা, ৩২ বলে ৪৬ রান করে আউট হন প্রোটিয়া অধিনায়ক। তবে এরপর থেকে শেষ পর্যন্ত আর কোনো পা হড়কায়নি দলটার। হাইনরিখ ক্লাসেন ও ট্রিস্টান স্টাবস মিলে ২০ ওভার পর্যন্ত কাটিয়ে দিয়ে আসেন। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৯৪। ক্লাসেন ২২ বলে ৩৬ ও স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।