‘সাকিবের দেশে ফিরে অনুশীলনের যৌক্তিকতা নেই’
পুরো দল যখন কলকাতায়, তখন দেশে ফিরে সাকিবের অনুশীলন সেশনের ব্যাপারটা ভালোভাবে নেয়নি গণমাধ্যমকর্মীরা ও বিশ্ব ক্রিকেট মঞ্চের বেশিরভাগ ব্যক্তিত্বরা। ঘটনাটি জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার। নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড এর কোনো মানেই খুঁজে পাচ্ছেন না বলে অভিমত ব্যক্ত করেছেন।
সাকিবের দেশে ফিরে অনুশীলন নিয়ে ইএসপিএনক্রিকইনফোর এক অনুষ্ঠানে বন্ড বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের হিসেবে এটি খুব ভালো উদাহরণ নয়। দল যেখানে অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে যে কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, ঠিক এমন পরিস্থিতিতেই দল ছেড়ে নিজ দেশে যাওয়ার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে আসলেন না?’
তিনি এটিও মনে করছেন যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ভালো খেলা প্রয়োজন। এ বিষয়ে তিনি বলেন, ‘হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত। অস্ট্রেলিয়া ম্যাচটা বাদ দিলে নেদারল্যান্ডস ধারাবাহিকভাবে তাদের হিসেবে বেশ ভালোই ক্রিকেট খেলছে। বাংলাদেশের অবস্থা যেখানে একদম উল্টো, তারা অধারাবাহিক। বাংলাদেশের ওপর একটা বাড়তি চাপও আছে। সবসময় বড় আশা নিয়েই বাংলাদেশ বিশ্বকাপে আসে। ২০ বছর ধরে তারা টেস্ট খেলছে, সেই অনুপাতে এখনো তারা বিশ্বমঞ্চে সেভাবে পারফর্ম করতে পারছে না। তাদের আগামীকাল (আজ) ভালো করা খুবই প্রয়োজন।’