বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত

বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত

 কোটা আন্দোলনকে ঘিরে দেশের চলমান অস্থিরতা মাথায় রেখে পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের আজকের (রোববার) অনুশীলন বাতিল করেছে বিসিবি। ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফদের নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। 

বিষয়টি বিসিবির বিশ্বস্ত এক সূত্র নিশ্চিত করেছে স্পোর্টস বাংলাকে। অনুশীলন আপাতত আজকেরটাই বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশনা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

অনুশীলনের কথা মাথায় রেখে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাসসহ কোচিং প্যানেলের অন্যান্যরাও ইতিমধ্যেই চলে এসেছেন ঢাকায়। 

এদিকে ঢাকার বাইরে একাধিক ক্রিকেটারও ঢাকায় আসতে পারেননি। 

এর আগে শনিবার আবহাওয়ার কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রানিং টেস্ট না হলেও মিরপুরে ১৪ জন ক্রিকেটার অংশ নেন স্ট্রেন্থ টেস্টে। 

সম্পর্কিত খবর