সভাপতি হয়ে ফারুক বললেন, ‘লক্ষ্য তো অনেক বড়’

সভাপতি হয়ে ফারুক বললেন, ‘লক্ষ্য তো অনেক বড়’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন যুগের অবসান ঘটেছে। আজ নতুন সভাপতি হয়ে এসেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এসেই তিনি জানালেন নিজের লক্ষ্যের কথা। জানালেন, তার লক্ষ্যটা অনেক বড়।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বসেছিল বিসিবির এই সভা। সকাল থেকে সেখানে গণমাধ্যমের ভিড় ছিল বেশ। সেখানে অবশ্য কোনো প্রেস ব্রিফিং হয়নি শেষমেশ। 

যদিও সভা শেষে বিসিবির ফেসবুক পাতায় অল্প সময়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফারুক। সেখানেই তিনি জানান তার লক্ষ্যের কথা। 

তিনি তার লক্ষ্য সম্পর্কে বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়, প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে দেশের সম্মান বৃদ্ধি, মুখ উজ্জ্বল করা। সঙ্গে আমাদের দলকে একটা জায়গায় দেখতে চাই। সেটা কীভাবে দেখব, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ।’ কাজ করার অনেক জায়গা আছে, সে বিষয়টা মনে করিয়ে দেন ফারুক। বলেন, ‘অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয়নি, প্রশ্ন আছে।’ 

দেশের জন্য কাজ করতে গিয়ে লক্ষ্যটা যেন সরে না যায়, সেটাও উল্লেখ করলেন ফারুক। তিনি বললেন, ‘প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট দল ও আমাদের কাজটা সহজ হবে। আমরা যেন অন্য দিকে ডাইভার্ট না হয়ে যাই।’ 

সভাপতি হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি আজই হবেন। আজ বিকেল তিনটায় মিরপুরের হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবেন তিনি।

সম্পর্কিত খবর