শাহিনকে বাদ দেওয়া নিয়ে আলোচনায় পাকিস্তান দল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:১২ পিএম | ৩১ আগস্ট, ২০২৪

আলোচনা-সমালোচনা যেন পাকিস্তান দলের নিত্য দিনের সঙ্গী। বাংলাদেশের বিপক্ষের সফরের আগ থেকেই হয়েছে যার শুরু। সিরিজের দুই টেস্টের জন্য দল ঘোষণার পর। প্রথম ১৭ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। তবে প্রথম টেস্টের আগে দুই দফার তিন ক্রিকেটার আবরার আহমেদ, কামরান গুলাম ও আমের জামালকে বাদ দেয় পিসিবি। সেবার আলোচনা মূলত ছিল আবরারকে নিয়ে। কারণ তিনি ছিলেন দলের একমাত্র মূল স্পিনার। পরে যখন কোনো স্পিনার ছাড়া খেলে শেষ পর্যন্ত যখন প্রতিপক্ষের স্পিন নৈপুণ্যেই নাস্তানাবুদ হয়েছিল স্বাগতিকরা, তখন আলোচনা উঠেছিল আরও তুমুলভাবে।

প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় পাকিস্তান। এতেই দ্বিতীয় টেস্টের আগেই যেন তারা শুধরে নেয় নিজেদের ভুল। বাদ পড়া সেই তিন ক্রিকেটারকেই ফেরান দ্বিতীয় টেস্টের দলে এবং আবরারকে নিজেই আজ (শনিবার) একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। তবে স্পিন প্রসঙ্গ যখন পেল সমাধান তখন বাবর-মাসুদদের নিয়ে আলোচনায় উঠল পেস প্রসঙ্গে, শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া নিয়ে।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা (শুক্রবার) ভেস্তে গেছে বৃষ্টি। পরে দ্বিতীয় দিনে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। তবে স্বাগতিকরা কাদের নিয়ে দ্বিতীয় টেস্টে নামতে চলেছেন তা জানা গিয়েছিল বৃহস্পতিবারেই। সেদিনই দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের দল জানিয়ে দেয় পাকিস্তান। সেখান আগের টেস্টের একাদশ থেকে ছিলেন না কেবল শাহিন শাহ আফ্রিদি। তাকে বাদ দেওয়াতে পাকিস্তান দলের বেশ কড়া সমালোচনায় করলেন আহমেদ শেহজাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ নিজের অ্যাকাউন্টে পোস্ট করার এক ভিডিও বার্তায় শেহজাদ বলেন, ‘জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কাছে হারলেন। ভারতের কাছেও হারলেন। এখন হারলেন বাংলাদেশের কাছে। এসব কিছুর জন্য কি শুধু শাহিন আফ্রিদিই দায়ী?’

প্রথম টেস্ট চলাকালীন প্রথম সন্তানের বাবা হন শাহিন। এতে সম্ভাবনা জেগেছিল দ্বিতীয় টেস্টে থাকছেন না এই তারকা পেসার। তবে সেই সম্ভাবনা উড়িয়ে তাকে রেখেই দ্বিতীয় দলের দল ঘোষণা করে স্বাগতিকরা। তবে যখন একাদশ থেকে পড়লেন তখনই শুরু হলো সমালোচনা।

প্রথম টেস্টের শাহিন নেন ২ উইকেট। যা তার নামের পাশে অবশ্য বেমানান। তবে শেহজাদের প্রশ্ন। কেবল শাহিনকে বাদ দিলেই কি দলের অবস্থা পাল্টে যাবে?

‘হ্যাঁ, তার (শাহিনের) পারফরম্যান্স নেমে গেছে। আচরণেও সমস্যা আছে। তাকে বাদ দিলেন ভালো কথা। কিন্তু এ বিষয়ে অন্যদের কী হবে? বাকিদের পারফরম্যান্সের কী অবস্থা?’

খেলার দুনিয়া | ফলো করুন :