কেমন থাকবে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের আবহাওয়া?
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়ে রেখেছে বাংলাদেশ। এবার তাদের সামনে সুযোগ স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ফেলা। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়তে আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম দিনের খেলায় মাঠে নামবে নাজমুল শান্তর দল। তবে মাঠে এদিন খেলা গড়াবে তো?
১৮৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আজ দুই টাইগার ওপেনার যেভাবে শুরুটা করেছিলেন, মনেই হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচেও জয় তুলে নিতে প্রস্তুত। এমনকি এভাবে রানের গতি সচল রাখতে পারলে পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় ছিনিয়ে নেওয়ার তীব্র সম্ভাবনা আছে স্বাগতিকদের। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে গেল চতুর্থ দিনের শেষ সেশন।
এমনকি আগামীকাল ম্যাচের শেষ দিনেও রয়েছে বৃষ্টির উচ্চ সম্ভাবনা। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়ার পূর্বাভাস জানানোর ওয়েবসাইট আকুওয়েদার।
তাদের তথ্যমতে, মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। এছাড়াও তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস আরও ইঙ্গিত দিচ্ছে, খেলা শুরুর সময় স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর কিছু সময় বজ্রঝড়ের সম্ভাবনাও আছে।
জয়ের জন্য বাংলাদেশের হয়তো পুরো দিন খেলারও প্রয়োজন হবে না। যেকোনো দুই সেশন নিয়ন্ত্রিত ব্যাটিং করতে পারলেই টাইগারদের জয়ের সম্ভাবনাই বেশি, এমনতা বলছেন ক্রিকেট বিশ্লেষকরাও। অবশ্য ক্রিকেটে যেকোনো সময়েই খেলার মোড় ঘুরে যেতে পারে, তাই সাবধানে এগোতে হবে বাংলাদেশি ব্যাটারদের।
এর আগে আজ চতুর্থ দিনের খেলা শেষের ঘোষণা দেওয়া পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান। অর্থাৎ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান। হাতে আছে পুরো ১০ উইকেটই এবং সময় আছে আগামীকাল পুরো দিন।