কখন মাঠে গড়াবে পঞ্চম দিনের খেলা?
রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন দুই টাইগার ওপেনার। রানের গতিও ছিল বেশ। তবে সাত ওভার খেলা হওয়ার পরই বৃষ্টিতে ভেস্তে যায় দিনের শেষভাগের খেলা। আজ পঞ্চম ও শেষ দিনে ইতিহাস গড়তে বাংলাদেশের চাই আর ১৪৩ রান। তবে ঠিক কখন মাঠে গড়াবে খেলা, তা নিয়ে আছে তীব্র শঙ্কা।
ম্যাচটা এখন পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে তা বলাই যায়। পুরো একদিন ও তিন সেশন মিলিয়ে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান। তবে রাওয়ালপিন্ডির আকাশ যেন টাইগারদের পক্ষে কথা বলছে না। বাংলাদেশের জয়ের পথে মূল বাঁধা এখন বৃষ্টি।
গতকালই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছিল যে, আজ সারাদিনই রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। একাধিক ওয়েবসাইট ঘুরে এও নিশ্চিত হওয়া গিয়েছে যে আজ সেখানে প্রবল বৃষ্টি, এমনকি বজ্রপাত সহ দমকা হাওয়ার সম্ভাবনাও আছে।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা পঞ্চম দিনের খেলা। ওয়েদার ডট কমের তথ্যমতে, এই সময়ে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। এমনকি বেলা ১১টার পর থেকে বজ্রপাতসহ বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
তবে দিন গড়ানোর সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও ধীরে ধীরে কমবে এমনটাই আশা করা হচ্ছে। দুপুর ২টায় সেখানে বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। এরপর দিনের বাকি সময় যা ১০ শতাংশের নিচে নেমে আসবে। তাই ধারণা করা হচ্ছে, প্রথম দুই সেশন ম্যাচে বৃষ্টি বাঁধা দিলেও দিনের শেষ ও তৃতীয় সেশনে মাঠে নামতে পারবে দু'দল।
তবে বৃষ্টি থেমে গেলেও পুরোপুরি স্বস্তি নেই, কারণটা হচ্ছে ভেজা আউটফিল্ড। এই কারণে এর আগেও চলতি সিরিজেই এই মাঠে ম্যাচ পিছিয়ে যাওয়ার নজির রয়েছে। তাই বলা চলে, জয় তুলে নেওয়ার জন্য শেষ সেশনের ওপরই ভরসা রাখতে হবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের।