বৃষ্টি শঙ্কা কাটিয়ে যথাসময়েই শুরু হলো খেলা
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের আজকে পঞ্চম দিনে ছিল বৃষ্টির সম্ভাবনা। এমনকি দমকা হাওয়া সহ বজ্রঝড়ের আশঙ্কাও ছিল। তবে আবহাওয়া হঠাতই পরিবর্তন হয়ে গেল। আকাশ পরিষ্কার থাকায় সময়মতোই শুরু হয়েছে প্রথম সেশনের খেলা।
গতকালই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছিল যে, আজ সারাদিনই রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ওয়েদার ডট কমের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১০টায় রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ছিল ৮৪ শতাংশ।
তবে সকল শঙ্কা কাটিয়ে শুরু হয়ে গেল পঞ্চম দিনের খেলা। দুই টাইগার ওপেনারের ব্যাটে দিনের শুরুটাও দারুণ হয়েছে বাংলাদেশের। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৫৮ রান। ইতিহাস গড়া জয় তুলে নিতে আর ১২৭ রান প্রয়োজন নাজমুল শান্তর দলের।