জাকিরের পর ফিরলেন সাদমানও
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে শুরুটা বেশ ভালোই করেছিলেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। তবে ১৩তম ওভারে মীর হামজার ওভারে কাটা পড়েন জাকির। এর কিছুক্ষণ পরই সাজঘরে ফেরত যান সাদমানও। ফর্মে থাকা দুই ওপেনারকে পরপর হারিয়ে কিছুটা বিপাকে টাইগাররা।
ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি। মাঝে একবার স্লিপে ক্যাচ ফসকানোতে জীবন পেয়েছিলেন সাদমান। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না তিনি। ব্যক্তিগত ২৪ রান করে মিডঅফে আলতো শট খেলে ক্যাচ তুলে দিয়েছেন শান মাসুদের হাতে।
উইকেটে এখন অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে জুটি গড়েছেন মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৮০ রান।