জয়ের পথে বাংলাদেশ

  • নিউজরুম এডিটর
  • ০১:০৬ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৪

বৃষ্টি শঙ্কা কাটিয়ে আজ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা যথাসময়েই শুরু হয়েছিল। গতকাল বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পর আজকেও দারুণ ব্যাটিং করছিলেন সাদমান-জাকির জুটি। এরপর দুইজনই পরপর সাজঘরে ফেরত যাওয়ায় কিছুটা ধাক্কা খায় সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে ভর করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলীয় ১২২ রানে দুই উইকেট হারিয়ে মধ্যহ্ন বিরতিতে গেল শান্তর দল।

দুই ওপেনারকে হারানোর চাপটা বেশ ভালোভাবেই সামাল দেন শান্ত-মুমিনুল জুটি। ধীরগতিতে ৪২ রানের পার্টনারশিপ গড়লেও দলকে বিপদে ফেলেননি কেউই। ক্রিজে বেশ নিয়ন্ত্রিত ব্যাটিং দেখিয়ে যাচ্ছেন এই দুই ব্যাটার। বোলাররা কিছু জটিল বল ছুঁড়ে দিলে তা সাবধানতার সঙ্গে ডিফেন্ড করছেন শান্ত ও মুমিনুল, মাঝে একাধিক বাউন্ডারিও বের করে নিয়েছেন তারা। ফলে রানের গতি সচল আছে বাংলাদেশের।

স্বস্তির সঙ্গেই মধ্যহ্ন বিরতিতে গেল বাংলাদেশ। বৃষ্টি বাঁধা না দিলে আশা করা যায় দ্বিতীয় সেশনেই কাঙ্ক্ষিত জয়ের দুয়ারে পৌঁছে যাদে টাইগাররা। ইতিহাস গড়তে এবং পাকিস্তানের মাটিতে তাদেরই ধবলধোলাই করতে শান্তদের প্রয়োজন আর ৬৩ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪ (৮৫.১ ওভার); সাইম ৫৮, শান ৫৭; মিরাজ ৫-৬১, তাসকিন ৩-৫৭

বাংলাদেশ ১ম ইনিংসঃ ২৬২ (৭৮.৪ ওভার); লিটন ১৩৮, মিরাজ ৭৮; খুররম ৬-৯০, হামজা ২-৫০

পাকিস্তান ২য় ইনিংসঃ ১৭২ (৪৬.৪ ওভার); সালমান ৪৭*, রিজওয়ান ৪৩; হাসান ৫-৪৩, নাহিদ ৪-৪৪

বাংলাদেশ ২য় ইনিংসঃ*  ১২২/২ (৩৪ ওভার); জাকির ৪০, শান্ত ৩৩*; হামজা ১-৩৪, খুররম ১-৪০

 

খেলার দুনিয়া | ফলো করুন :