জাকেরের বিদায়ের পর বৃষ্টির ‘বাগড়া’
তৃতীয় দিন দ্বিতীয় সেশনে বাংলাদেশ লিড নিয়েছে। মেহেদি হাসান মিরাজ আর জাকের আলী অনিক করেছিলেন ফিফটি, দুজন মিলে গড়েছিলেন রেকর্ড জুটি, তা এগোচ্ছিল ভালোভাবেই। তবে জাকের আলীর বিদায়ে ভাঙল তা। এর কিছু পরেই বৃষ্টি বাগড়া দিল ম্যাচে। খেলা এখন বন্ধ আছে তাতে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির কিছু পরে নেমেছে এ বৃষ্টি। বৃষ্টির আগে স্বাগতিকদের রান ছিল ৭ উইকেট খুইয়ে ২৬৭ রান। মেহেদি হাসান মিরাজ ৭৭ ও নাইম হাসান ১২ রানে অপরাজিত আছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল আজকের দিনে বৃষ্টি থাকতে পারে। সকালে খানিকটা বৃষ্টির ফোঁটার দেখা মিলেছে, তবে তাতে খেলা বন্ধ হয়নি। আজ দুপুর নাগাদ বৃষ্টি এল আবার, এবার খেলা না বন্ধ করে উপায় ছিল না। ইতোমধ্যে মিরপুরের সবকটা উইকেট ঢেকে দেওয়া হয়েছে।
তার আগে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে টেস্ট অভিষেকেই ফিফটি তুলে নেন জাকের। ১৬তম বাংলাদেশি হিসেবে তিনি গড়েন এ কীর্তি। এরপর কেশভ মহারাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৫৮ রান।