মাত্র ৩৫ বছরে মৃত্যু পিএসজি ফুটবলারের

মাত্র ৩৫ বছরে মৃত্যু পিএসজি ফুটবলারের

অলিম্পিক মার্শেই ও পিএসজির সাবেক মরক্কান মিডফিল্ডার আব্দেলআজিজ বারাদা মাত্র ৩৫ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার দুটি ক্লাবই এ তথ্য জানিয়েছে। ফ্রান্সে জন্ম নেওয়া মরক্কান এই খেলোয়াড়ের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ ঘোষণা করা হয়নি।

মরক্কোর হয়ে বারাদা ২৬টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালে দলটির অনূর্ধ্ব-২৩ আফ্রিকান নেশনস কাপের ফাইনালে পৌঁছানো দলের অংশ ছিলেন তিনি। তার মৃত্যুতে তার সাবেক ক্লাব মার্শেই লিখেছে, ‘ক্লাবটি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং তাদের দুঃখের ভাগীদার।’

বারাদা স্পেনের গেটাফের হয়েও খেলেছিলেন। এছাড়াও তিনি তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ক্লাবে খেলেছেন। ২০২১ সালে তিনি অবসর নেন।

তিনি প্যারিস সেইন্ট জার্মেইঁর রিজার্ভ দলের হয়েও খেলেছেন। তার মৃত্যুতে পিএসজি তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘প্যারিস সেইন্ট জার্মেইঁ তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

সম্পর্কিত খবর