ডিআরইউ ক্রীড়া উৎসব

ডিআরইউ ক্রীড়া উৎসব

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সহযোগিতায় চলমান ওয়ালটন-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৪ এর পুরুষদের কলব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক খবরের কাগজের মতলু মল্লিক। তিনি অর্জন করেন ৩১৯ পয়েন্ট।

৩১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন ঢাকা পোস্টের নূর মোহাম্মদ। ২৬৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক বাংলাবাজারের দেলোয়ার হোসেন মহিন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার শাহা, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ, বদরুল আলম চৌধুরী খোকন এবং মো. মজিবুর রহমান।

আগামীকাল ৩০ অক্টোবর বুধবার দুপুর ১২টায় ডিআরইউ’র ক্রীড়াকক্ষে নারীদের ক্যারম একক অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর