ফলো অন এড়াতে পারল না বাংলাদেশ

ফলো অন এড়াতে পারল না বাংলাদেশ

যে শঙ্কা গতকাল বিকাল থেকে উঁকি দিচ্ছিল বাংলাদেশ শিবিরে, তাই সত্যি হলো এখন। বাংলাদেশ ফলো অন এড়াতে পারল না। মুমিনুল হক আর তাইজুল ইসলামের দারুণ লড়াইয়ের পরও বাংলাদেশ অলআউট হলো ১৫৯ রানে। 

গতকাল দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৪ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান, তিনে নামা মাহমুদুল হাসান জয় আর পাঁচে নামা নাইটওয়াচম্যান হাসান মাহমুদ বিদায় নেন, এর মধ্যে কেবল জয়ই দুই অঙ্কে পৌঁছুতে পেরেছিলেন। ৪ উইকেট খুইয়ে ৩৮ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।

এরপর সে ব্যাটিং বিপর্যয়ের গল্প আজ সকালেও লিখেছেন ব্যাটাররা। দিনের চতুর্থ ওভারে নাজমুল হোসেন শান্ত বিদায় নেন। এরপর ২ রান যোগ করতে আরও ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ আর অভিষিক্ত মাহিদুল অঙ্কন করেন যথাক্রমে ০, ১ আর ০। ৪৮ রানে ৮ উইকেট খুইয়ে বাংলাদেশ দুই অঙ্কে অলআউটের শঙ্কায় পড়ে গিয়েছিল।

সে শঙ্কা স্বাগতিকরা কাটায় নবম উইকেটে মুমিনুল হক আর তাইজুল ইসলামের লড়াইয়ে। ১০৩ রান যোগ করেন দুজনে। তাদের ব্যাটে চড়েই বাংলাদেশ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টেনে নিয়ে যায় প্রথম ইনিংসটাকে।

তবে বিরতি থেকে ফেরার কিছু পরেই মুমিনুল হক বিদায় নেন সেনুরান মুথুসামির বিদায়ে। দলীয় ১৫১ রানে তিনি ফেরেন ৮২ রান করে। এরপর আর বাংলাদেশের ইনিংস বেশি এগোয়নি। ১৫৯ রানে তাইজুল ইসলাম ফিরতি ক্যাচ দেন কেশভ মহারাজকে। আর তাতেই বাংলাদেশ ইনিংসের যবনিকা পতন হয়।

এই মুহূর্তে বাংলাদেশ পিছিয়ে আছে ৪১৬ রানে। যার মানে দাঁড়াচ্ছে ফলো অন এড়াতে ব্যর্থ হয়েছে দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে শিগগিরই।

সম্পর্কিত খবর