আমিরাতের কাছে হারল বাংলাদেশ
সংযুক্ত আরব বেসবল ক্লাসিকে শনিবার গ্ৰুপ পর্বে নিজেদের ৩য় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ০৯-০২ পয়েন্টে হেরে গেল বাংলাদেশ দল। খেলার শুরুর দিকে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি। আরব আমিরাতের খেলোয়াড়রা সবাই আমেরিকার পেশাদার লিগে খেলে থাকে।
পরের পর্বে যেতে হলে ভারতের বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। দুই জয় নিয়ে পাকিস্তান ও আরব আমিরাত এগিয়ে আছে। এক জয় নিয়ে সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।
এর আগে দুবাইয়ে আরব বেসবল ক্লাসিকে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। শুক্রবার আফগানদের ১২-০ পয়েন্টে হারায় বাংলাদেশ।
গত ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নয় দেশ। এরা হলো- সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা,নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশ নিচ্ছে। বাংলাদেশ খেলছে ‘এ’গ্রুপে। ১১ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্ট।