নাহিদ রানাসহ আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ জন
সবশেষ ভারত সফরে নাহিদ রানা রীতিমতো তোলপাড়ই ফেলে দিয়েছিলেন। গতির কারণে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও বেশ আগ্রহ জন্মেছিল তাকে নিয়ে। সেই নাহিদ রানাকে এবার দেখা যেতে পারে আইপিএলেও। নিলামে উঠেছে তার নাম, সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানসহ ১২ বাংলাদেশিও।
নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। শেষ আট বছরে আইপিএলের নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানের দাম বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি। গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি, শেষ বার মাঠে নামার আগ পর্যন্ত ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। সেই মুস্তাফিজের দাম ধরা হয়েছে ২ কোটি রুপি।
বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান সবচেয়ে বেশি বার আইপিএলে খেলেছেন। তবে তার দামও মুস্তাফিজের চেয়ে কম। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন সাকিব। তার সমান দামে তাসকিন আহমেদ আর মেহেদি হাসান মিরাজও আছেন এই তালিকায়।
২০২৩ আইপিএলে ছিলেন লিটন দাস। খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, যদিও সেবার এক ম্যাচ খেলেছেন তিনি। সেই তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। লিটনের সমান ভিত্তিমূল্যে আইপিএলে নাম দিয়েছেন রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামের ভেন্যু সৌদি আরবের জেদ্দায়। এই নিলামে ৫৭৪ জন খেলোয়াড়ের নামের পর বাজবে হাতুড়ি। ৩৬৬ জন ভারতীয়র পাশাপাশি ২০৮ জন বিদেশি খেলোয়াড় থাকবেন, যাতে ৩ জন আবার আছেন সহযোগী দেশের খেলোয়াড়। ৩১৮ জন ভারতীয় খেলোয়াড় আছেন অনভিষিক্ত, ১২ জন আছেন বিদেশি অনভিষিক্ত খেলোয়াড়। ২০৪টি স্লট বাকি আছে সব মিলিয়ে, আর বিদেশী খেলোয়াড়দের স্লট আছে ৭০টি।