ব্যর্থতার বিশ্বকাপ শেষ করে দেশে ফিরল দল
ভারত থেকে হতাশার বিশ্বকাপ শেষ করে দেশে ফিরল বাংলাদেশ। গতকাল (শনিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের নবম ও শেষ ম্যাচ খেলেছে শান্তরা। ৩০৬ রানের বড় লক্ষ্য দিয়েও ৮ উইকেটের বড় ব্যবধানে অজিদের বিপক্ষে হেরেছে তারা। তার পর দিনই (আজ) দেশে ফিরল টাইগাররা। সঙ্গে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছান শান্ত-মিরাজরা। সকাল ৯টার দিকে ফেরার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব থাকায় দেরীতে পৌঁছায় দল। বিমানবন্দর অভ্যন্তরের আনুষ্ঠানিকতা শেষ করে আনুমানিক ১১টার দিকে সেখান থেকে বের হন ক্রিকেটাররা।
অনেক আশা নিয়েই এবার ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরুটাও ভালো করেছিলেন সাকিব-শান্তরা। এরপর ধারাবাহিক হারের স্বাদ পেতে থাকে দল। টানা ছয় ম্যাচ হেরে সেমির আশা শেষ হয়েছিলো টাইগারদের। বিশ্বকাপের গত তিন আসরের প্রত্যেকটিতে তিনটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ, এবার জিতল মাত্র দুটি। আপাতত সাকিবদের অর্জন চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া।
বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বিশ্রামের জন্য বেশিদিন বিরতি পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে কিউইরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। তাই অনুশীলনও শুরু করবে পুরো দল। চোটের কারণে এই সিরিজে খেলছেন না সাকিব আল হাসান।