গেইলকে সরিয়ে রোহিতের ছক্কার রেকর্ড

গেইলকে সরিয়ে রোহিতের ছক্কার রেকর্ড

সেমিফাইনালে ভারতকে দারুণ শুরুই এনে দিয়েছেন রোহিত শর্মা। উইকেটটা বেশ ধীরগতির, কিন্তু রোহিতের ঝোড়ো ব্যাটিং তা মনেই হতে দিচ্ছে না। ভারতীয় অধিনায়ক নিজেও গড়ে ফেলেছেন রেকর্ড। ক্রিস গেইলকে সরিয়ে গড়ে ফেলেছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামের ছয় নম্বর উইকেটে হচ্ছে আজকের খেলা, যেখানে চলতি বিশ্বকাপেই ম্যাচ হয়েছে আরও দুটো। উইকেটটা খানিকটা মন্থর, বল ব্যাটে আসছে একটু থেমে থেমে।

কিন্তু রোহিতের ব্যাটিং তা মনে হতে দিচ্ছে কই? তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টকে এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শুরু। পরের ওভারে সাউদিকে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানাছাড়া করলেন।

এরপর বোল্টের শর্ট বলে ছক্কা হাঁকালেন হুক করে, লং লেগের ওপর দিয়ে। আর তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা। ম্যাচটা রোহিত শুরু করেছিলেন ৪৭ ছক্কা নিয়ে, ৫০তম ছক্কাটি হাঁকিয়ে ক্রিস গেইলকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়ে যান ভারতীয় অধিনায়ক।

রেকর্ড গড়েই থামেননি তিনি। স্যান্টনারকে হাঁকিয়েছেন আরও এক ছক্কা। যখন মনে হচ্ছিল ফিফটিটা বুঝি তুলেই নেবেন, ঠিক তখন তাকে থামালেন সাউদি। তার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে লং অফে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন রোহিত। বিদায় নেন ২৯ বলে ৪৭ রান করে।

সম্পর্কিত খবর