শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড টপকে যাবে কোহলি!
ওয়ানডে ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরি পূরণ করে বিশ্বরেকর্ড করার পর বিরাট কোহলিকে সর্বকালের সেরাদের কাতারে বিবেচনা করছেন বেশিরভাগ মানুষ। এবার তাকে শচীনের ১০০টি সেঞ্চুরির রেকর্ডের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে বললেন রবী শাস্ত্রি।
এবারের বিশ্বকাপে বিরাট কোহলি আছেন দুর্দান্ত ফর্মে, পুরো ভারত দলই রয়েছে পারফরম্যান্সের তুঙ্গে। নিজেদের ইতিহাসে সেরা একটি সময় পার করছে ভারতের ক্রিকেট।
গতকাল কিউইদের বিপক্ষে কোহলি খেলেছেন ১১৩ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস। এই ম্যাচের মধ্য দিয়েই তিনি ছুঁয়েছেন তাঁর ক্রিকেট গুরুর বিশ্বরেকর্ড। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ টি সেঞ্চুরির রেকর্ড ছিল শচীনের, যেটি টপকে গেছেন বিরাট কোহলি।
“আমি তার খেলার ধরণ, শারীরিক অঙ্গভঙ্গি ও মাঠা ঠান্ডা রেখে খেলতে দেখেই বুঝে গিয়েছিলাম যে সে এটি করে দেখাবে। সে (কোহলি) তার সময় নিয়েছে, চাপকে নিয়ন্ত্রণ করেছে এবং ব্যাট হাতে দলের জন্য তার গুরুত্ব বুঝেছে। সে অসাধারণ।“- কোহলির প্রশংসায় এমনটাই বলেছেন রবী শাস্ত্রি।
কোহলির শট নির্বাচন ও ফিটনেস সম্পর্কে তিনি বলেন, “শুরুর ১০-১৫ রানের দিকে তার শটের ধরণ খুবই ভালো ছিল। সে প্রয়োজনের বেশি ঝুঁকিপূর্ণ শট খেলে না। প্রতি বলের জন্যই সে প্রস্তুত থাকে এবং যথাযথ ভাবেই সেগুলোর মোকাবেলা করে।“
সম্প্রতি ৩৫ এর ঘরে পা দিয়েছেন কোহলি। আরও কয়েকবছর খেলা চালিয়ে যাওয়ার সামর্থ্য আছে তার। বরং তার যেমন ফিটনেস সেই হিসেবে আগামী বিশ্বকাপের পরেও সে খেলা চালিয়ে যেতে পারবে বলে মনে করেন রবী।
তিন ফরম্যাট মিলিয়ে কোহলির মোট সেঞ্চুরি ৮০টি। তাই শচীনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড টপকে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে তার হাতে। ওয়ানডে ফরম্যাটে ইতিমধ্যে গুরুকে টপকে গিয়েছেন কোহলি, এখন মোট হিসেবেও এগিয়ে যেতে পারেন বলে আশাবাদী রবী।
“কে ভেবেছিল শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ডের এত কাছে চলে আসবে কেউ? সে (কোহলি) এখন রয়েছে ৮০-তে, ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি যার মধ্যে ৫০টি একদিনের ক্রিকেটের। এটা অবিশ্বাস্য। তার মতো খেলোয়াড়ের জন্য কিছুই অসম্ভব নয়। হয়তো কোহলির আগামী দশ ইনিংসের মধ্যে পাঁচটি সেঞ্চুরি আপনারা দেখে ফেলতে পারেন।“