নীল নাকি হলুদ, কোন রঙে মাতবে শিরোপার ফ্রেম?
২০ বছর আগে ভারতকে হারিয়েই সোনালী ট্রফিটি তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই আসরে অপরাজিত থেকেই অজিরা জিতেছিল নিজেদের তৃতীয় শিরোপা। আজ ২০ বছর পর ঠিক তেমন কিছুরই দ্বারপ্রান্তে বিশ্বকাপ। তবে এবার দলটি হলো ভারত। আজ ফাইনালে জয় লাভ করলে তৃতীয়বার দেশের জন্য সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরবে নীল জার্সিধারীরা।
এবারের বিশ্বকাপ আসরে স্বাগতিকরা ছিল অপ্রতিরোধ্য। কোনো দলই মাথা তুলে দাঁড়াতে পারেনি তাদের বিপক্ষে। দাপটের সঙ্গে একের পর এক জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব ক্ষেত্রেই তারা ছিল ফর্মের তুঙ্গে। নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েই টানা ১০ জয়ের সঙ্গে ফাইনালে উঠেছে ভারত।
অপরদিকে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় ম্যাচ থেকেই বেশ শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে অজিরা। সেমিফাইনাল সহ টানা ৮ জয় তুলে নিয়ে আজ ফাইনাল খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে ক্রিকেটের এই দুই পরাশক্তি। স্বাগতিক হওয়ার সুবাদে মাঠের দর্শক সমর্থন প্রায় পুরোটাই থাকবে ভারতের পক্ষে, এর জন্যই চাপটাও তাদের উপরই বেশি থাকবে বলে মনে করেন অধিনায়ক রোহিত। এই চাপকে মোকাবেলা করেই ট্রফি ছিনিয়ে নিতে মরিয়া হয়ে আছে দুর্দান্ত ভারত দলটি। অপরপক্ষে অজি অধিনায়কের উদ্দেশ্য, ১ লক্ষ ৩০ হাজার সমর্থকদের চুপ করিয়ে দলের হয়ে ট্রফিটি উঁচিয়ে ধরা।
নীল নাকি হলুদ, কোন রঙের জার্সিধারীরা আজ আনন্দের জোয়ারে ভাসবেন, সেটি দেখতেই অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।