ফাইনালেও নিজের আগ্রাসনে অটল থাকতে চান রোহিত

ফাইনালেও নিজের আগ্রাসনে অটল থাকতে চান রোহিত

রোহিত শর্মা, যাকে ডাকা হয় ‘হিটম্যান’ নামে, তাঁর এই বিশ্বকাপে ব্যাট হাতে পারফরম্যান্স অতুলনীয়। ওপেনার হিসেবে চলতি বিশ্বকাপে ১০ ইনিংসের আটটিতেই তাঁর স্ট্রাইক রেট ছিল একশ-এর বেশি। শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলেন, ৮৬.১৩ স্ট্রাইক রেটে।

রোহিতের উড়ন্ত সূচনা প্রতি ম্যাচেই তাঁর দলকে এনে দিয়েছে বড় সংগ্রহ। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে থাকলে ভারতের বিশাল পুঁজি সংগ্রহে যেমন তার ভূমিকা রয়েছে, তেমনি দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার ক্ষেত্রেও ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উড়তে থাকা ভারতের সামনে আজ ফাইনালে শেষ বাঁধা অস্ট্রেলিয়া। আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের এমন ব্যাটিংয়ের পেছনের কথা জানালেন রোহিত।

“সত্যি বলতে, বিশ্বকাপ শুরুর আগে আমি একটা নির্দিষ্ট ধরনে খেলতে চেয়েছি। আমি জানতাম না, এতে সফল হব কি না। দুইরকম পরিস্থিতির জন্যই আমার পরিকল্পনা ছিল, যে সফল হলে পরের ম্যাচে কীভাবে খেলব অথবা সফল না হলে পরের ম্যাচে কীভাবে খেলব।“

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্রুত উইকেট চলে যাওয়ায় নিজেকে তার খেলার ধরণ পরিবর্তন করতে হয়েছিল বলে জানান ভারতের অধিনায়ক, “আমার জন্য গুরুত্বপূর্ণ হলো, যেহেতু আমি ইনিংস সূচনা করি, আমাদের একটা স্বাধীনতা থাকে উইকেটে গিয়ে নিজেকে মেলে ধরার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়তো দেখেছেন। শুরুতে উইকেট হারানোয় আমাকে খেলার ধরণ কিছুটা বদলাতে হয়েছে। আমি এটির জন্য প্রস্তুত ছিলাম।"

ফাইনালের আগের দিন, নিজের ব্র্যান্ডেড ক্রিকেট খেলার যে বার্তা দিয়েছেন, সেটিতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার কথাও মাথায় রেখেছেন রোহিত।

“অভিজ্ঞ ক্রিকেটারদের এটিই করা উচিত। শুধু একভাবে খেলার চিন্তা নিয়ে বসে থাকলে হবে না। আপনার সামনে থাকা পরিস্থিতি সম্পর্কে জেনে দ্রুত মানিয়ে নিতে হবে। তাই আমি এখন দলের জন্য যে দায়িত্ব সঠিক মনে হয়, সেটি করার জন্য প্রস্তুত। একে ঘিরেই আমি আমার দলকে নিয়ে প্রস্তুতি নিয়েছি এবং কৌশল সাজিয়েছি।”

সম্পর্কিত খবর