রোহিতের প্রশংসা করলেন দ্রাবিড়

রোহিতের প্রশংসা করলেন দ্রাবিড়

বিশ্বকাপের ফাইনালে ভারতকে খুব সহজেই হারিয়ে ষষ্ঠ বারের মতো শিরোপা তুলে নিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরু থেকেই পারফরম্যান্সের তুঙ্গে থাকা ভারতের ফাইনাল ম্যাচে এসে এমন ভরাডুবি মেনে নিতে পারছেন না সমর্থকরা এবং দলের খেলোয়াড়রাও। তবে বিশ্বকাপ হাত থেকে ফসকে গেলেও ভারতের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন কোচ রাহুল দ্রাবিড়।

আহমেদাবাদে গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত। প্রায় পুরো দর্শক সমর্থনই ছিল ভারতের পক্ষে। তবে সমর্থকদের প্রত্যাশা ধরে রাখতে ব্যর্থ হয় রোহিত-কোহলিরা। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই অজিদের তোপের মুখে পড়ে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় তারা।

পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ফর্মে ছিল ভারত। দলের প্রতিটি খেলোয়াড় যেন তাদের সেরা সময় পার করছিলেন। অধিনায়ক হিসেবে এটিই রোহিত শর্মার প্রথম বিশ্বকাপ ছিল। নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেছেন তিনি, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। 

"সে (রোহিত) একজন ব্যতিক্রমী অধিনায়ক। সে সত্যিই এই দলকে চমৎকারভাবে নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি সে অবশ্যই ড্রেসিং রুমে গুরুত্ব পেয়েছে, অনেক সময় এবং শক্তি সে ছেলেদের দিয়েছে। সবসময় আমাদের যে কোনও কথোপকথনের জন্য, আমাদের যে কোনও বৈঠকের জন্য সে উপলব্ধ ছিল। মাঝেমধ্যে অনেক পরিকল্পনা করা হয়, অনেক কৌশল অবলম্বন করা হয়। সে সবসময় এই বিষয়গুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল। তার ব্যক্তিগত সময় ও শক্তি সে এখানে দিয়েছে। তার ব্যাটিংও চমৎকার ছিল বলে আমি মনে করি।"

এবারের আসরে সকল ওপেনারদের মধ্যে রোহিতের পারফরম্যান্সকে উপরের সারিতেই রেখেছেন রাহুল। ১১ ম্যাচে ব্যাট হাতে রোহিতের সংগ্রহ ৫৯৭ রান, গড় রান ৫৫ এর কাছাকাছি। বল হাতেও তিনি পেয়েছেন একটি উইকেট। প্রায় প্রতিটি ম্যাচেই তার ব্যাটিংয়ের সুবাদে ভারত পেয়েছে দুর্দান্ত সূচনা। ফাইনাল ম্যাচেও আগ্রাসী মনোভাব নিয়েই ব্যাট হাতে গর্জে উঠেছিলেন তিনি, তবে ৪৭ রানেই থামতে হয় তাকে।

কোচ রাহুল দ্রাবিড় আরও বলেন, "আমরা জানতাম যে আমরা একটা নির্দিষ্ট উপায়ে খেলতে চাই। আমরা ইতিবাচকভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চেয়েছিলাম। এবং রোহিত এটি করার জন্য সর্বদাই প্রস্তুত ছিল। সে উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে চেয়েছিল এবং সে এটি বেশ দুর্দান্তভাবেই করেছে। একজন নেতা হিসাবে আমি তার সম্পর্কে এর চেয়ে আর বেশি কথা বলতে পারি না।"

সম্পর্কিত খবর