ফাইনালের পর ম্যাক্সওয়েলকে যে উপহার দিলেন কোহলি
বিশ্বকাপে রেকর্ড ৭৬৫ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন, বিরাট কোহলির মুখ তবু অন্ধকার। অনেক কষ্টে মুখে কিছুটা হাসি ফুটিয়ে তুলে গ্রহণ করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার আর রানার্সআপের মেডেল। তবে এমন বিষাদের দিনকেও বন্ধুকে ভুলে যাননি কোহলি, নিজের আইপিএল সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ শেষে দিয়েছেন অমূল্য এক উপহার।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ম্যাচ শেষের পর ম্যাক্সওয়েলকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়কের কাছ থেকে উপহার পেয়ে বেশ খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপজয়ের অন্যতম নায়ক ম্যাক্সওয়েল।
কোহলির কাছ থেকে জার্সি পাওয়ার মাঠে দাঁড়িয়েই বেশ কিছুটা সময় কোহলির সঙ্গে কথা বলেছেন ম্যাক্সওয়েল। ফাইনালে হারা বন্ধুকে জানিয়েছেন সমবেদনা।
বলে রাখা ভালো, এই ম্যাক্সওয়েলের ব্যাটেই বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা দৃঢ় হয়েছিল অস্ট্রেলিয়ার। লিগ পর্বের শেষদিকে আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে অজিদের ৭ উইকেট পরে যায়, সেখান থেকে ২০১* রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের হার না মানা সে ইনিংসে নিজেদের ডিএনএ ফিরে পেয়েছিল প্যাট কামিন্সের দল।
ফাইনালে অবশ্য খুব বেশি কিছু করতে হয়নি তাকে। অস্ট্রেলিয়ার রেকর্ড ষষ্ঠ শিরোপার তার ব্যাট থেকে ২ রানের বেশি প্রয়োজন হয়নি অস্ট্রেলিয়ার।