বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬ জন, নেই বাংলাদেশের কেউ
শিরোনামে বাংলাদেশের কেউ না লিখলেও বোধহয় চলত। বিশ্বকাপের সেরা ১১ জনের একজন হওয়ার মতো পারফরম্যান্স ছিল না বাংলাদেশের কারও। এমনকি খেলোয়াড়দের পারফরম্যান্সের দুরবস্থায় একটা সময় তো বাংলাদেশের বিশ্বকাপই পরিণত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বে! যাই হোক, বাংলাদেশ বিশ্বকাপের সেরা একাদশে অনুপস্থিত থাকলেও ভারতের সেখানে সরব উপস্থিতি।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ হাতে না এলেও ব্যাটে-বলে টুর্নামেন্ট জুড়েই আলো ছড়িয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যার সুবাদে একজন-দুইজন নয়, আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে নাম উঠাতে সক্ষম ৬ ভারতীয় ক্রিকেটার। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুইজন সুযোগ পেয়েছেন এই দলে। আর একাদশে একজন করে প্রতিনিধি রয়েছে সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও লিগ পর্বে বাদ পড়া শ্রীলঙ্কার।
ফাইনালে বিজিত অধিনায়ক রোহিত শর্মাকেই দলের অধিনায়ক নির্বাচিত করেছে আইসিসি, আর ১২তম সদস্য হিসেবে জায়গা হয়েছে প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজির।
আইসিসির বিশ্বকাপের সেরা একাদশ:
কুইন্টন ডি কক (দ. আফ্রিকা) - ৫৯৪ রান
রোহিত শর্মা (ভারত) - ৫৯৭ রান
বিরাট কোহলি (ভারত) - ৭৬৫ রান
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) - ৫৫২ রান
কেএল রাহুল (ভারত) - ৪৫২ রান
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) - ৪০০ রান ও ৬ উইকেট
রবীন্দ্র জাদেজা (ভারত) - ১২০ রান ও ১৬ উইকেট
জশপ্রীত বুমরাহ (ভারত) - ২০ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা) - ২১ উইকেট
অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) - ২৩ উইকেট
মোহাম্মদ শামি (ভারত) - ২৪ উইকেট