বিশ্বকাপের এ টু জেড
অস্ট্রেলিয়ার ট্রফি জেতার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রায় দুই মাসের বিশ্বকাপ। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতেছে অজিরা। সঙ্গে মোটা অঙ্কের অর্থও পেয়েছে প্যাট কামিন্সের দল।
চ্যাম্পিয়ন হয়ে ৪০ লাখ মার্কিন ডলার পেলো অস্ট্রেলিয়া। বাংলাদেশ মুদ্রায় যা ৪৪ কোটি টাকারও বেশি। রানার্সআপ ভারত পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকারও বেশি।
এবারের ওয়ানডে বিশ্বকাপের দুই সেমি-ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯ কোটি টাকার বেশি। গ্রুপ পর্বে বিদায় নেওয়া ৬ দলের প্রত্যেকে পেয়েছে ১ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য ছিল ৪০ হাজার ডলার করে।
বিশ্বকাপে কে কী পেলো
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪৪ কোটি টাকা)
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২২ কোটি টাকা)
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ)
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ)
সবচেয়ে বেশি রান: বিরাট কোহলি (১১ ইনিংসে ৭৬৫)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১)
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি)
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি)
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট)
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, প্রতিপক্ষ নিউজিল্যান্ড)
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি)
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি)
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি)