'নির্বাচক' ওয়াহাব রিয়াজের প্রথম পাকিস্তান দলে আছেন যারা
বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে একপ্রকার ঝড় বয়ে গেছে। বদলে গেছে দলের অধিনায়ক, কোচ, নির্বাচক সব। আর বদলে যাওয়া এই পাকিস্তানের বিশ্বকাপে পর প্রথম অ্যাসাইমেন্ট অস্ট্রেলিয়া সফর। আগামী ডিসেম্বরে তিন টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান। সে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেন পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।
নিজের প্রথম স্কোয়াডে বড় কোনো চমক রাখেননি রিয়াজ। সাদা পোশাকে পাকিস্তানের নিয়মিত মুখদের প্রায় সবার জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার বিমানে। সঙ্গে যোগ হয়েছেন দুই তরুণ সাইম আইয়ুব এবং খুররম শাহজাদ।
কায়েদ-ই-আজম ট্রফি এবং পাকিস্তান কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আইয়ুব। কায়েদ-ই-আজম ট্রফিতে ৪ ম্যাচে ৫৫৩ রান করেছেন, আর টুর্নামেন্টসেরা ব্যাটার এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পাকিস্তান কাপে। দুই টুর্নামেন্টে পারফর্ম করার পুরস্কার হিসেবে প্রথমব আর পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন এই ব্যাটার।
আইয়ুবের মতোই কায়েদ-ই-আজম ট্রফি এবং পাকিস্তান কাপে বল হাতে আলো ছড়িয়ে প্রথমবার দলে জায়গা পেয়েছেন পেসার খুররম শাহজাদও। এই বছর কায়েদ-ই-আজম ট্রফিতে আট ম্যাচে ৩৬ এবং পাকিস্তান কাপে ১৩ উইকেট পেয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার।
এদিকে সাদা পোশাকের দলে ফের নিজেদের জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ, মীর হামজা এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর এই সিরিজ থেকে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার হারিস রউফ।
অস্ট্রেলিয়া টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।