সূর্যকুমারকে অধিনায়ক করে অজি সিরিজে ভারতের দল ঘোষণা

সূর্যকুমারকে অধিনায়ক করে অজি সিরিজে ভারতের দল ঘোষণা

নিজেদের মাঠে ফাইনাল হারের সেই দুঃস্বপ্ন হয়তো এখনো ভোলেনি ভারত। সেই হতাশের রেশ কাটতেই আবারও মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। বিপক্ষে সেই অস্ট্রেলিয়া। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন। ফাইনাল থেকে তিন দিন পরেই ভারতের মাঠে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজ। সেটিকে সামনে রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

এই সিরিজে বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটার থাকছেন বিশ্রামে। এতে, স্বল্প ফরম্যাটের এই পাঁচ ম্যাচে নেতৃত্বে থাকবেন ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব।

বিশ্বকাপ দল থেকে এই সিরিজে আছেন কেবল তিন জন। সূর্যকুমার বাদে বাকি দুই জন ঈশান কিশান ও প্রাসিধ কৃষ্ণা।

বিশ্বকাপ মাঝে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় দলে নেই হার্দিক পান্ডিয়া। তবে চোটের কারণে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। দলে জায়গা হয়নি গত আগস্টে আয়ারল্যান্ড সিরিজে খেলা  সঞ্জু স্যামসন ও শাহবাজ আহমেদের।

সিরিজের প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ দুই ম্যাচে দলে যোগ দিবেন শ্রেয়াস আইয়ার।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৬ নভেম্বর, ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর।

অজি সিরিজে ভারতের টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান (উইকেটরক্ষক), যশস্বী জয়সোয়াল, তিলক বর্মা, রিংকু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবাম দুবে, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং, প্রাসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার। 

 

সম্পর্কিত খবর