দায়িত্বে ফিরে নাফিস বললেন, দোয়া করবেন
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতিতে গিয়েছিলেন নাফিস ইকবাল। তখন প্রশ্ন উঠেছিল, সাকিব আল হাসানের চাওয়াতেই কী এই অব্যাহতি? অবশ্য সেটি নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। বিশ্বকাপ পরে আবারও কিউইদের সঙ্গে সিরিজ। এবার লাল বলের। সেই সিরিজ দিয়েই আবারও দায়িত্বে ফিরলেন নাফিস। মঙ্গলবার টেস্ট দলের একাংশ যখন অনুশীলন করছিলো তখনই সেখানে দেখা মিলল নাফিস ইকবালের। শুধু তাই নয়, দলের সঙ্গে সিলেটেও যাবেন সাবেক এই ক্রিকেটার।
পুনরায় দায়িত্ব পাওয়ার পর স্পোর্টস বাংলার সঙ্গে যোগাযোগকালে নাফিস বলেন, “আলহামদুলিল্লাহ্। দোয়া করবেন আমার জন্য।”
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের সঙ্গে আছেন নাফিস। তবে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ছিলেন না সাকিবদের সঙ্গে। বিশ্বকাপ শেষে আবারও নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে নাফিসের অ্যাসাইনমেন্ট। তবে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা জানা যায়নি, আপাতত এই সিরিজটায় তিনি থাকছেন।
বিশ্বকাপের আগেও বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব ছিলো কাঁধে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালীন জানা যায় তিনি বিশ্বকাপ যাচ্ছেন না। জানা গেছে সাকিবের চাওয়াতেই তাকে অব্যাহতি দিতে হয়েছে। তবে ক্যাপ্টেন পরে বলেছিলেন তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। উল্টো নাফিসের কর্মকাণ্ডকে বলেছিলেন আনপ্রফেশনাল। যদিও সেবার ম্যানেজারের দায়িত্বে না থাকলেও বিসিবি থেকে পদত্যাগ করেননি নাফিস।
আগামী ২৮ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।