অজি সিরিজে হারিসের নাম প্রত্যাহার, চটেছেন ওয়াহাব
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। আসরে নিজেদের নয় ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে দলটি। শুরুটা ভালো হলেও এরপরই শুরু হয় ছন্দপতন। তারই সূত্র ধরে একের পর হার, সহজ পরিণামে আসর থেকে বিদায়। দলের সমালোচনা চলছিল শুরু থেকেই। বাবরের নেতৃত্ব, নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ, এসবই ছিল সমালোচনার মূলে।
বিশ্বকাপ শেষেই সব ফরম্যাট থেকে সরে দাঁড়ান বাবর আজম। বিশ্বকাপ মাঠেই প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন ইনজামাম উল হোক। এরপরই পুরো কোচিং প্যানেল সহ নির্বাচক কমিটিতে আসলো পরিবর্তন। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পেসার ওয়াহাব রিয়াজ পান প্রধান নির্বাচকের দায়িত্ব।
পাকিস্তানের পরবর্তী চ্যালেঞ্জ আসন্ন অস্ট্রেলিয়া সফর। সেই সিরিজের দল ঘোষণা দিয়েই প্রথমবারের মতো নির্বাচকের ভূমিকা দেখা গেল ওয়াহাবকে।
আসন্ন এই অজি সফরের আগে নিজের নাম প্রত্যাহার করেছেন দলটির ফাস্ট বোলার হারিস রউফ। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ওয়াহাব। গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে ১৮ সদস্যের দল ঘোষণার পর কথা বলেছেন সেই বিষয়ে।
ওয়াহাব বলেন, “আমরা এই সফরের জন্য হারিস রউফের সঙ্গে কথা বলেছি। দু'দিন আগে যখন আমরা তার সঙ্গে কথা বলি, তখন সে টেস্ট সিরিজে খেলার জন্য সম্মতি দিয়েছিল। তবে গতরাতে হঠাতই সে সিধান্ত পাল্টে ফেলে।”
বিশ্বকাপে বল হাতে আসরজুড়েই ছন্দহিন ছিলেন হারিস। তবে সদ্য দায়িত্ব পাওয়া দলের কোচ মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব তাকে আশ্বস্ত করেছিলেন, পারফর্ম আশানুরূপ না হলেও মেনে নিবেন তারা। এরপরও হারিসের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ওয়াহাব আরও বলেন, “আমি এটা প্রকাশ করছি ,কারণ আমাদের কর্মকর্তা, সতীর্থ এবং জনসাধারণের সঙ্গে সৎ হওয়া উচিত। হারিস তার শারীরিক অবস্থা, ফিটনেস এবং কাজের চআপ নিয়ে চিন্তিত ছিল। আমরা সব উপায়েই হারিসকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। এমনকি এটাও বলেছি, সেখানে (অজি সিরিজে) ভালো পারফর্ম না করলেও মেনে নিব।”
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি হারিস। এমনকি এই টুর্নামেন্টে এক বিশ্বকাপে কোনো বোলার হিসেবে সবচেয়ে বেশি ছয় খাওয়ার লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি।