মিরপুরে বিশেষ বৈঠকে সাকিব

মিরপুরে বিশেষ বৈঠকে সাকিব

চোটের কারণে বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল অধিনায়ক সাকিব আল হাসনকে। এরপর জানা যায়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজেও থাকছেন না তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। খেলাধুলা থেকে দূরে থাকলেও এদিন হঠাৎ করেই মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন সাকিব।

জানা গেছে, মিরপুরে বিসিবির অপরারেশনস বিভাগে কিছুক্ষণ কথা বলেছেন সাকিব। ধরনা করা হচ্ছে, বিশ্বকাপ ভরাডুবির পর ওয়ানডে নেতৃত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর বিষয় নিয়ে কথা বলতেই মিরপুরে সাকিবের এই হঠাৎ আগমন। মিটিং ছাড়াও এদিন সাকিব দেখা করেছেন মিরপুরে তার সতীর্থদের সাথেও।

বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে সাকিবের। গুঞ্জন আছে তাদের সেই আলোচনায় থাকতে পারেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

এর আগে চোটের কারণে বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল সাকিবকে। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেও সময় কাটিয়ে এসেছেন তিনি। এরপর দেশে ফিরে মঙ্গলবার জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী হিসেবে তিনটি আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব।

সম্পর্কিত খবর