আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ ওয়াসিম
বয়সটা ৩৫ ছুঁইছুঁই। ছিলেন তার সময়ে অন্যতম বাঁহাতি এক স্পিনার। পাকিস্তানের স্পিন খরা চলাকালে বেশ ভালোভাবেই দলকে সাপোর্ট দিয়েছেন ইমাদ ওয়াসিম। যদিও এই ক্ষেত্রে এখনো খরা কাটেনি পাকিস্তানের। নিজের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে একটিও টেস্ট না খেলা এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিলেন। যদিও সব ধরণের ক্রিকেট এখনই ছাড়ছেন না। খেলা চালিয়ে যাবেন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে গতকাল (শুক্রবার) রাতে বিদায়ের ঘোষণা জানান তিনি।
সেই পোস্টে ইমাদ লিখেন, ‘গত কয়েক দিন ধরে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। এত বছর ধরে সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই, পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’
পাকিস্তানের হয়ে কোনো টেস্ট না খেলা এই ক্রিকেটার সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে খেলেছেন ১২১টি ম্যাচ।
সেই পোস্টে ইমাদ আরও লিখেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রত্যেকটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্বের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময়। সংশ্লিষ্ট সবার জন্য আমার শুভকামনা। দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় আছি।’
এছাড়াও নিজের বিদায়ের এই মুহূর্তে এতদিন তাকে সাপোর্ট দেওয়া পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদেরও ধন্যবাদ জানান তিনি।
চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে থাকলো আন্তর্জাতিক অঙ্গনে তার শেষ ম্যাচ। শেষ ওয়ানডে খেলছিলেন বছর তিনেক আগে। তার আট বছরের ক্যারিয়ারে ১২১ ম্যাচে ১০৯ উইকেটের পাশাপাশি করেছেন ১৪৭২ রান।